বুধবার, ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

গণমাধ্যম অফিসে হামলার প্রতিবাদে নাটোরে মানববন্ধন

মো. মনজুরুল ইসলাম, নাটোর : বাংলাদেশ প্রতিদিন, নিউজ টোয়েন্টিফোর এবং কালের কণ্ঠসহ দেশের বিভিন্ন গণমাধ্যম অফিসে হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে নাটোরের সাংবাদিকরা।

মঙ্গলবার দুপুরে শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে এই হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় সাংবাদিকরা বলেন, দুষ্করকারীরা গণমাধ্যমকে বন্ধ করতে এসব হামলা চালিয়েছে। আমরা সাংবাদিকরা যদি একজোট হয়ে থাকি, তাহলে কোনো ব্যক্তি কোনো গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর আক্রামণ করতে পারবে না। গণঅভ্যুত্থানের মাধ্যমে আজ আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা দুনীতিবাজ, দেশবিরোধী ও দুষ্কৃতিকারীদের শাস্তি চাই। নতুন সরকারের কাছে আমাদের আহবান, গণমাধ্যমে যারা হামলা করেছে দ্রুত তাদের আইনের আওতায় এনে বিচার ব্যবস্থা করুন।

বাংলাদেশ প্রতিদিন, নিউজ টোয়েন্টিফোরের নাটোর প্রতিনিধি নাসিম উদ্দিন নাসিমের সঞ্চলনায় বক্তব্যে রাখেন কালের কণ্ঠ ও চ্যালেন আইয়ের প্রতিনিধি রেজাউল করিম রেজা, এটিএন বাংলা নাটোর প্রতিনিধি জুলফিকার হায়দার জোসেফ, সাংবাদিক নাজমুল হাসান, এস এম কামাল হোসেন, জালাল উদ্দিন, বুলবুল আহমেদ, মোস্তাফিজুর রহমান টুটুলসহ অনেকে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ