বুধবার, ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর হামলার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন

খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর: ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপসহ বিভিন্ন গণমাধ্যমের ওপর হামলা ও ভাঙচুরের প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় দিনাজপুর প্রেস ক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী উক্ত মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে গণমাধ্যমকর্মী, বৈষম্যবিরোধী ছাত্রসমাজ, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা ইস্ট ওয়েস্ট মিডিয়া ভবনে ভাঙচুর ও গণমাধ্যমকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা জানান।

কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, নিউজ টোয়েন্টিফোর, বাংলানিউজ, ডেইলি সান, রেডিও ক্যাপিটেলসহ বিভিন্ন মিডিয়ার ওপর হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানানো হয়।


বক্তারা বলেন, কারা হামলা করেছে তা সিটিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করা সম্ভব। যেকোনো মূল্যে তাদের বিচারের আওতায় আনতে হবে। আগে মাঠে সাংবাদিক, ক্যামরাপারসনদের ওপর হামলা হতো।

এখন অফিসে এসে হামলা করছে। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ছাত্র আন্দোলনের সফলতাকে ম্লান করে দিতে কারা এই হামলা করছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের চিহ্নিত করার দাবি জানাচ্ছি। একই সঙ্গে বৈষ্যমবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। যে তারা তাৎক্ষণিকভাবে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের অফিসগুলোতে গিয়ে এই হামলা রুখে দেওয়াসহ বিচারের আশ্বাস দিয়েছেন।

মানববন্ধনে বক্তব্য দেন দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, আলোকিত বাংরাদেশের দিনাজপুর প্রতিনিধি কামরুল হুদা হেলাল, ডিবিসি দিনাজপুর প্রতিনিধি মোর্শেদুর রহমান, মাই টিভির দিনাজপুর প্রতিনিধি মুকুল চ্যাটার্জি, নাগরিক টিভির দিনাজপুর প্রতিনিধি আবুল কাশেম, কালের কণ্ঠ’র দিনাজপুর প্রতিনিধি এমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিনের রিয়াজুল ইসলাস, নিউজ টোয়েন্টিফোর দিনাজপুর প্রতিনিধি ফখরুল আহসান পলাশ, বাংলানিউজের প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, সময়ের আলোর দিনাজপুর প্রতিনিধি আব্দুর রাজ্জাক, বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি একরামুল হক আবির, কালের কণ্ঠ’র বীরগঞ্জ প্রতিনিধি সোহেল আহম্মেদ, ফুলবাড়ী প্রতিনিধি আনোয়ার সাদাত মণ্ডল, বিরামপুর প্রতিনিধি মাহাবুবুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, সোমবার দুপুরে ইস্ট ওয়েস্ট মিডিয়ায় অবস্থিত কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, নিউজ টোয়েন্টিফোর, ডেইলি সান, বাংলানিউজ২৪ ডট কম, রেডিও ক্যাপিটালে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় দুষ্কৃতকারীরা ইস্ট ওয়েস্ট মিডিয়ার বিভিন্ন হাউস ও গাড়ি ভাঙচুরসহ গণমাধ্যমকর্মীদের ওপর হামলা চালায়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ