মঙ্গলবার, ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

গত তিন নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তাদের তথ্য নিচ্ছে ইসি

যায়যায়কাল প্রতিবেদক: গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অধীনে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে বিভিন্ন পর্যায়ের দায়িত্বে থাকা কর্মকর্তাদের তথ্য চেয়ে সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের (ডিসি) কাছে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ভোটে অনিয়ম নিয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় গত ২২ জুন দায়ের হওয়া মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ইসির কাছে এসব তথ্য চেয়েছে। পিবিআইকে সরবরাহ করার জন্য ইসি মাঠপর্যায় থেকে এসব তথ্য সংগ্রহ করছে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, এই তিন নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং কর্মকর্তা, প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারদের বিস্তারিত তথ্য চেয়ে ইসিকে চিঠি দেয় পিবিআই।

চিঠিতে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের নাম, ঠিকানা, পিতার নাম, মাতার নাম, স্থায়ী/বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট নম্বর, মোবাইল নম্বর ও ভোটকেন্দ্রভিত্তিক তথ্য সরবরাহের জন্য অনুরোধ করা হয়।

এর পরিপ্রেক্ষিতে এসব তথ্য ইসি সচিবালয়ে পাঠাতে বিভাগীয় কমিশনার ও ডিসিদের রোববার চিঠি দেয় ইসি।

জাতীয় নির্বাচনে ৬৪ ডিসি এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন। আর উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন। অবশ্য চিঠিতে সহাকারী রিটার্নিং কর্মকর্তাদের বিষয় উল্লেখ করা হয়নি।

এর বাইরে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাও ভোটের দায়িত্বে থাকেন। প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসার মিলিয়ে প্রায় দুই লাখ ভোট গ্রহণ কর্মকর্তা দায়িত্ব পালন করে থাকেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ