
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দেলোয়ার হোসেন(৪২) নামের এক কৃষকের মৃত্যু খেলার মাঠ থেকে গরু আনতে গিয়ে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টায় উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের পুটিয়া নদীর পাড়ে মর্মান্তিক এই ঘটনা ঘটে। ঘটনার পর ওই কৃষককে কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের চাচাত ভাই ও ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, প্রায় তিন বছর আগে দুবাই থেকে স্থায়ীভাবে বাড়ি ফেরেন দেলোয়ার। তার দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। প্রবাস থেকে ফিরে দেলোয়ার কৃষিকেই নিজের পেশা হিসেবে বেছে নেন। মঙ্গলবার বিকালে বৃষ্টি ও দমকা হাওয়া বইলে তার বাড়ির পাশে পুটিয়া নদীর পাড়ে যান গরু আনতে। সেখানে বজ্রপাতের ঘটনা ঘটে। পরে দেলোয়ারকে কৈতক হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা মৃত ঘোষণা করেন।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী দেলোয়ারের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।