বুধবার, ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় এলজিইডি’র ব্রিজ নির্মাণে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান

Oplus_0

মাইদুল ইসলাম, রংপুর ব্যুরো: গাইবান্ধার সদর উপজেলা পরিষদের পূর্ব দিকে নোহাচড়া নাম শুনলে অনেকেই সরু চিকন ছোট্ট ব্রিজের কথা মনে করে। পূর্বের নোহাচড়া ব্রিজের পাশে এলজিইডি’র বাস্তবায়নে আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণকাজ শেষ হলে এলাকাবাসী পেল স্বস্তির নিঃশ্বাস পাবেন।

এলজিইডি সূত্রে জানা যায়, ২০২৩/২৪ অর্থবছরের অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ ( IRIDP-3) আওতায় এবং জিওবি চুক্তিতে প্রায় সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে গাইবান্ধা সদর উপজেলা হেড কোয়াটার হতে থানসিংহপুর কাচারী রোডে ঘাঘট নদীর উপরে ১১৫০ মিটার চেইনেজে ৫৪ মিটার আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণের কাজ পায় জাকাউল্লা এন্ড ব্রাদার্স লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

সোমবার সকালে এই আরসিসি গার্ডার ব্রিজের ঢালাই কাজ পরিদর্শন করেন গাইবান্ধা সদর উপজেলা প্রকৌশলী বাবলু মিয়া,এলজিইডির সহকারী প্রকৌশলী মোত্তাকিন,উপ-সহকারী প্রকৌশলী উজ্জল মিয়া,ঠিকাদার তারিক চৌধুরীসহ আরও অনেকে।

স্থানীয়রা জানান, পূর্বের নোহাচড়া খ্যাত ব্রিজটি অনেক সরু ও চিকন ছিল। তখন কোনোরকমে একটি ভ্যান,রিক্সা,অটো যোগে যাতায়াত করা যেত। এখানে কোন বড় গাড়ি বা এ্যাম্বুলেন্স আসতো না। ফলে সব দিক থেকে বিপাকে পড়তে হতো। বর্তমানে এলজিইডি নতুন করে বড় ব্রিজ নির্মাণের ফলে এলাকায় স্বস্তির নিঃশ্বাস বইছে।

কাজের মান নিয়ে প্রশ্ন করা হলে স্থানীয়রা আরও জানায়, ঢালাই কাজে ব্যবহৃত বালু,পাথর সিমেন্ট, রড সবই মানের দিক থেকে ঠিক আছে। এলজিইডির অফিসাররা নিয়মিত তদারকি করে থাকেন। যাতে এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নে কোন ক্রুটি না হয়।

এক বিশেষ বিবৃতিতে গাইবান্ধা সদর এলজিইডি’র প্রকৌশলী বাবলু মিয়া জানান, আরসিসি গার্ডার ব্রিজটি নির্মাণকাজ সম্পন্ন হলে এলাকাবাসী চরম দুর্ভোগের হাত থেকে রেহাই পাবেন। তাদের দীর্ঘ স্বপ্ন পূরণ হবে। আমরা কাজটিতে নিয়মিত তদারকির মাধ্যমে বাস্তবায়ন করার চেষ্টা করছি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ