বুধবার, ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় ওয়ার্ড পর্যায়ে দেয়া হচ্ছে পিপিআর টিকা

Oplus_0

মাইদুল ইসলাম, রংপুর ব্যুরো: গাইবান্ধার সদর উপজেলাসহ সকল উপজেলায় পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় দেশব্যাপী ছাগল-ভেড়ার জন্য বিনামূল্যে পিপিআর রোগের গণটিকার কার্যক্রম শুরু হয়েছে।

নিয়মিত পিপিআর টিকা, সুস্থ ছাগল-ভেড়ার সহায়িকা- শ্লোগানে সারা দেশের ন্যায় গাইবান্ধা জেলার সদর উপজেলায় ১৩টি ইউনিয়নের সকল ওয়ার্ড পর্যায়ে গবাদিপশু পালনকারীদের আগাম জানান দিয়ে পিপিআর গণটিকার কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করছেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল গাইবান্ধা সদর।

টিকাদানকারীরা নির্দিষ্ট দিনের সকাল ৭টা থেকে টিকাদান কর্মসূচি শুরু করে এবং তালিকা অনুযায়ী ওয়ার্ডের সকল ছাগল-ভেড়ার টিকা নিশ্চিত না হওয়া পর্যন্ত টিকাদান কার্যক্রম চলমান রাখেন৷ সেই সাথে মানুষের ছাগল-ভেড়ার টিকা নিতে আহবান জানান।

এ বিষয়ে গাইবান্ধা সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার তরুন কুমার দত্ত জানান, পিপিআর ছাগল-ভেড়ার ভাইরাসজনিত একটি মারাত্মক রোগ। এই রোগ থেকে ছাগল-ভেড়াকে বাঁচাতে হলে টিকা প্রদানের বিকল্প নাই। ছাগল-ভেড়াকে পিপিআর রোগমুক্ত করতে বছরে একবার এই টিকা প্রদান করতে হবে। গাইবান্ধা সদর উপজেলার ১৩ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় মোট ৭০ হাজার ডোজ পিপিআর টিকা প্রদান করা হবে।

উল্লেখ্য, গত ১ অক্টোবর থেকে শুরু হয়ে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত এই গণটিকা কার্যক্রম চলবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ