বুধবার, ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় জেলা পরিষদের বাজেট নিয়ে আলোচনা সভা

নুরুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধা জেলা পরিষদের ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট উপলক্ষ্যে এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলা পরিষদের ডাকবাংলা হলরুমে এই বাজেট সভা অনুষ্ঠিত হয়।

এ বাজেট সভায় সভাপতিত্ব করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক।

এতে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রউফ তালুকদার, সদর উপজেলার চেয়ারম্যান আমিনূর জ্জামান রিংকু, পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, ফুলছড়ি উপজেলার চেয়ারম্যান আবু সাইদ, গোবিন্দগঞ্জ উপজেলার চেয়ারম্যান বুলবুল আহমেদ, সাঘাটা উপজেলার চেয়ারম্যান শামসুল রহমান টিটু, পলাশবাড়ী পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লবসহ জেলা পরিষদের নির্বাচিত সদস্যগণ উপস্থিত ছিলেন ও বক্তব্যে নিজ নিজ এলাকার সমস্যা ও সম্ভবনা গুলো তুলে ধরেন।

সভায় বক্তাগণ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাএায় গাইবান্ধা জেলা পরিষদের আওতায় জেলার যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, চিকিৎসা, সাংস্কৃতিক কর্মকান্ডসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক ভুমিকা পালন করেছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ