সোমবার, ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Oplus_0

মাইদুল ইসলাম, রংপুর ব্যুরো: গাইবান্ধায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলার সংবাদকর্মীদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করে জেলা তথ্য অফিস গাইবান্ধা।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাদব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাইবান্ধা।

এছাড়াও অনলাইনে যুক্ত হয়েছিলেন গণ যোগাযোগ অধিদপ্তরের উপ-পরিচালক (মহিলা ও সমন্বয়)-গাজী শরীফা ইয়াসমিন, হৃদয় মাহমুদ চয়ন-সহকারী পরিচালক( প্রশাসন),ঢাকা।

জেলা তথ্য অফিসার তানিয়া তাজনীন মেমী’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাইবান্ধা’র সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান,ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মিরাজুল ইসলাম,সোসাল এন্ড বিহ্যাবিয়ার চেঞ্জ অফিস রংপুর ও রাজশাহী ফিল্ড অফিস (ইউনিসেফ) এর মঞ্জুর আহমেদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র মনিটরিং এন্ড সার্ভিস্যান্স অফিসার ডা. জাকারিয়াসহ আরও অনেকে।

কর্মশালায় জানানো হয়, আগামী ১২ অক্টোবর থেকে জেলায় টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হবে। এ কার্যক্রম সফল করতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতার পাশাপাশি টাইফয়েড সম্পর্কিত সকল বিষয়ে বিস্তর আলোচনাসহ নির্ধারিত সকলকে রেজিষ্ট্রেশন পূর্বক টিকাদান সম্পাদনে উদ্বুদ্ধ করতে ব্যাপক প্রচারণায় সহযোগিতা কামনা করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ