শুক্রবার, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েশনের অবস্থান কর্মসুচী

নুরুল ইসলাম, গাইবান্ধা: গাইবান্ধায় জাতীয় পরিচয় পত্র পরিসেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তরের কূট পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে ।

কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে নির্বাচন অফিস গাইবান্ধা কার্যালয়ের সামনে দাড়িয়ে এই কর্মসুচি পালন করেন বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েশনের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১ টা হতে বেলা ১ টা পর্যন্ত এ কর্মসুচি পালিত হয়।

এসময় গাইবান্ধা জেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম বলেন, ভোটার তালিকা এবং জাতীয় পরিচয় পত্র একে অপরের পরিপুরক তাই এই জাতীয় পরিচয় পত্র যদি অন্য স্থানে স্থানান্তর করা হয় তবে নির্বাচনের সময় এটি প্রশ্ন বিদ্ধ হবে। আইডিয়া -২ প্রকল্পের আওতায় ২০০৭ সাল থেকে জাতীয় পরিচয় পত্রের কাজ এই প্রকল্পের মাধ্যমে শুরু করা হলেও ২০২১ সালে একবার আউট সোর্সিং এ স্থানান্তর করা হলে এই প্রকল্পের, ২ হাজার ২ শত ৩১ জন কর্মী অনেকটা কর্মহীন হয়ে পড়ে এবং চাকরির অনিশ্চয়তা হীনতায় পড়ে। তাই তারা বলেন তাদের দাবি দাওয়া মেনে নিলে নতুন করে জনবল নেয়ার প্রযোজন পরবে না পাশাপাশি নির্বাচনসহ জাতীয পরিচয় পত্র সংশ্লিষ্ঠ কার্যক্রমে কোন জটিলতা থাকবে না।
এসময আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাচন অফিসার সাইফুল ইসলামসহ জেলা এবং সদর উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা কর্মচারিরা।

কর্মসুচী চলাকালে কয়েকজন সেবা গ্রহীতা কোন সেবা না পেয়ে আক্ষেপ করে ফিরে যান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *