
মো. রোমান আকন্দ, গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোফাজ্জল হোসেন গাদু (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ঘাগোয়া ইউনিয়নের শাহাপাড়া গ্রামের মৃত জালাল হোসেনের পুত্র।
শনিবার বেলা সাড়ে ১২টার দিকে অসাবধানতাবশত বিদ্যুতের লাইন বন্ধ না করেই কাজ করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে তার স্ত্রীও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন।
ঘটনাসুত্রে জানা যায়, ধান পরিষ্কারের জন্য ফ্যানের লাইন চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মোফাজ্জল। পরে তাকে বাঁচাতে গিয়ে স্ত্রীও বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোফাজ্জল হোসেনকে মৃত ঘোষণা করেন এবং তার স্ত্রীকে চিকিৎসার জন্য ভর্তি করেন।
এমন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঘাগোয়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সাজু মিয়া।











