
নুরুল ইসলাম, গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলার শহরস্থ ব্রীজ রোড কালিবাড়ীপাড়ার মৃত নারু গোপাল দাসের ছেলে সাংবাদিক তপন চন্দ্র দাস ও তার ছোট ভাই চন্দ্র কিশোরের সাথে পার্শ্ববর্তী মৃত রহমত আলীর ছেলে সন্ত্রাসী, ভূমিদস্যু ও এলাকার প্রভাবশালী মো. রস্তম আলী ও তার পুত্র মো. রিফাত মিয়ার সঙ্গে দীর্ঘদিন যাবত ব্যবসা সংক্রান্ত দ্বন্দ্ব চলে আসছে।
জানা যায়, গত ১৯ মার্চ রাত আনুমানিক ৮টায় এলাকার চিহ্নিত দুর্নীতিবাজ, ভূমিদস্যু, সন্ত্রাসী রুস্তম ও তার পুত্র রিফাত মিয়া তাদের ক্যাডার রানাসহ অজ্ঞাত ৭/৮ জন্য সন্ত্রাসী বাহিনী নিয়ে খোলাহাটি ইউনিয়নের হাসেম বাজারের চন্দ্র কিশোরের কেন্দ্রীয় ক্যাবলস নেটওর্য়াক নামক ডিস ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালান।
এ সময় হামলাকারীদের হাতে লোহার রড, রামদা, ছুরি, ক্ষুরসহ দেশীয় অস্ত্র ছিল। তাদের সন্ত্রাসী হামলা ও বেধড়ক মারপিটে সাংবাদিক তপন চন্দ্র দাস ও তার ছোট ভাই চন্দ্র কিশোর গুরুতর আহত হন। এ সুযোগে সন্ত্রাসীরা ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন মালামাল যার আনুমানিক মুল্য ২০ লাখ টাকা লুটপাট করে। নানান ভয়-ভীতি ও হুমকি প্রদর্শন করে ঘটনাস্থল ত্যাগ করেন। আহতদের চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এসে তাদেরকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
সাংবাদিক তপন চন্দ্র দাস দৈনিক নবচেতনা পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করে আসছেন। তিনি গাইবান্ধা জেলা প্রেসক্লাবের সহকারী কোষাধ্যক্ষ। এ ঘটনায় আসামিদের দ্রুত গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধা সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ফলে আসামিরা বাদী ও তার পরিবারের লোকজনকে ভয়-ভীতি ও হুমকি প্রদর্শন করেছে। এ নিয়ে বাদী ও তার পরিবারের লোকজন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে।











