নুরুল ইসলাম, গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুর গ্রামের মৃত তয়েজ উদ্দিনের পুত্র মো. আবু বক্কর সিদ্দিক গত ২৫ আগস্ট সরকারি রাস্তার ১৮টি ইউকেলিপটাস গাছ অবৈধভাবে কেটে নেয়।
কর্তনকৃত গাছ তিনি কালোবাজারে ব্যাপারির নিকট বিক্রি করলে স্থানীয় জনগণ টের পেয়ে ইউপি চেয়ারম্যানকে অবগত করেন।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম সরকার তারা গ্রাম পুলিশ পাঠিয়ে কর্তনকৃত ১৮টি গাছ জব্দ করে কুপতলা ইউনিয়ন পরিষদের জিম্মায় রাখেন।
পরবর্তীতে আইনি পদক্ষেপ নিতে গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদ আল হাসান লক্ষীপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আতিয়ার রহমানকে তদন্ত করতে নির্দেশ দেন।
এরই প্রেক্ষিতে তিনি গত ২৭ আগস্ট সরেজমিনে গিয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করে ঘটনার সত্যতা পেয়ে ২৮ আগস্ট সহকারী কমিশনার (ভূমি) গাইবান্ধা সদরের নিকট প্রতিবেদন দাখিল করেন।