
নুরুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধা সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুর জামান রিংকুক গণসংবর্ধনা দেওয়া হয়েছে। ঘাগোয়া ইউনিয়ন পরিষদের টানা তিন তিনবারের চেয়ারম্যান নির্বাচিত হয়ে তিনি রেকর্ড করেছেন।
বৃহস্পতিবার গাইবান্ধা সদর উপজেলার ১নং লক্ষ্মীপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে লেংগাবাজারে লক্ষ্মীপুর ইউনিয়নবাসীর আয়োজনে নবনির্বাচিত চেয়ারম্যানকে গণসংবর্ধনা দেওয়া হয়।
লক্ষ্মীপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সেকেন্দার আলীর সভাপতিত্বে গণসংবর্ধনায় বক্তব্য রাখেন গাইবান্ধা সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আমিনুর জামান রিংকু।
তিনি বলেন, এ বিজয় আওয়ামী লীগের, এ বিজয় গাইবান্ধা সদর উপজেলাবাসীর, এ বিজয় জনগণের। আপনাদের মূল্যবান ভোট দিয়ে পুনরায় আমাকে নির্বাচিত করেছেন এ জন্য আমি আপনাদের কাছে ঋণী ও কৃতজ্ঞ। আমি সব সময় চেষ্টা করি গাইবান্ধা সদর উপজেলাকে কীভাবে মডেল উপজেলা তৈরি করা যায়। এ জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।
অন্যানের মধ্যে আরো বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরহাদ আব্দুল্লা হারুন বাবলু, গাইবান্ধা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রেজাউল করিম রেজা, গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মোস্তাক আহমেদ রঞ্জু ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঘাগোয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. মাজেদুল হাসান প্লাবন। অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন এলাকার আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।