ইব্রাহীম আহমেদ, গাছা (গাজীপুর): ভোক্তাদের সুবিধার কথা চিন্তা করে গাজীপুরে শুরু হয়েছে ন্যায্য মূল্যে পণ্য বিতরণ কার্যক্রম।
গাজীপুর মহানগর ৩৪ নং ওয়ার্ড বোর্ডবাজার এলাকায় এই কার্যক্রম শুরু করেছে। এ বাজার সকাল ৮টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চলমান থাকে।
আইবিডব্লিউএফ কর্তৃক পরিচালিত হয় এই বাজার। বাজারের এই দামের ঊর্ধ্বগতির কারণে তারা এই কার্যক্রম শুরু করেছেন এতে সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরবে বলে মনে করেন বাজার করতে আসা ক্রেতাগণ। এ কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছে সাধারণ জনগণ।