ইব্রাহীম আহমেদ, টঙ্গী (গাজীপুর): গাজীপুর জয়দেবপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত বিআরটি (বাস র্যাপিড ট্রানজিট) উদ্বোধন করা হয়েছে।
আপাতত দুটি বাস রাস্তায় শিববাড়ি থেকে এয়ারপোর্ট পর্যন্ত যাতায়াত করছেন। দিনের প্রথম বাস সকাল ৮টা থেকে চলাচল করছে। এখন ৫টি কাউন্টার দেওয়া হয়েছে।
কাউন্টারগুলো হচ্ছে শিববাড়ি, গাজীপুর চৌরাস্তা, বোর্ডবাজার, টঙ্গী কলেজ গেট এবং এয়ারপোর্ট। বাসের টিকেটগুলো শুধুমাত্র কাউন্টার থেকে সংগ্রহ করা যাবে। ভাড়ার ক্ষেত্রে কাউন্টার থেকে কাউন্টার ভাড়া হিসাব করা হবে। যাত্রীরা যেকোনো
বিআরটি বাসস্টপে নামতে পারবে।
জানা যায়, ১৬ ডিসেম্বর থেকে আরো ১৫টি বা তার অধিক বাস চলাচল করবে। বিআরটিসি কর্তৃপক্ষ দ্রুত চেষ্টা করবেন কাউন্টার বাড়ানোর জন্য। এই প্রকল্পের মূল লক্ষ্য যানজট কমিয়ে যাতায়াতের সুবিধা বৃদ্ধি করা এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজট হ্রাস করা।