
মোঃ আশরাফুল ইসলাম, স্টাফ রিপোর্টার: গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় এক শ্বাসরুদ্ধকর অভিযানে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন এবং ২৪ রাউন্ড তাজা গুলিসহ মোসলেম উদ্দিন মিয়া ওরফে মিয়া কসাই (৪০) নামের এক কুখ্যাত অস্ত্রধারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গাছা মেট্রো থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামানের নেতৃত্বে এসআই আব্দুল্লাহ, এসআই শাখাওয়াত এবং এসআই সাইফুলের সমন্বয়ে গঠিত পুলিশের একটি চৌকস দল সোমবার রাত ১০:০৫ মিনিটে এই অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে গাছা থানাধীন দক্ষিণ খাইলকুর বগারটেক এলাকার তাহের মিয়ার মালিকানাধীন বাড়িতে হানা দেয় পুলিশ। সেখানে ভাড়াটিয়া হিসেবে বসবাসরত মোসলেম উদ্দিন মিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে একপর্যায়ে তিনি নিজের কাছে অবৈধ অস্ত্র থাকার কথা স্বীকার করেন। পরে তার কক্ষের আলমারি তল্লাশি করে তিনি নিজ হাতে একটি ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল, একটি ৯ এমএম বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন এবং ২৪ রাউন্ড তাজা গুলি বের করে দেন।
গ্রেফতারকৃত মোসলেম উদ্দিন মিয়ার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে ডিএমপির শাহজাহানপুর থানায় ২০১৪ সালের একটি অস্ত্র মামলা এবং ডিএমপির হাতিরঝিল থানায় ২০১৯ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলা আদালতে বিচারাধীন।
মঙ্গলবার দুপুর ১২টায় গাছা থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ডিসি ক্রাইম (দক্ষিণ) মো. মহিউদ্দিন বলেন, “গাজীপুর মহানগরীকে অপরাধমুক্ত রাখতে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। উদ্ধারকৃত অস্ত্রের উৎস এবং এর নেপথ্যে থাকা গডফাদারদের খুঁজে বের করতে আমাদের তদন্ত টিম কাজ করছে।”
এ ঘটনায় গাছা থানার এসআই আব্দুল্লাহ বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন। গাছা থানার মামলা নং-৩২, তারিখ: ৩০/১২/২০২৫।











