রুহুল আমিন, স্টাফ রিপোর্টার: গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলায় হোতাপাড়া এলাকায় ফু-ওয়াং ফুডস কারখানার মালিকপক্ষের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রমিকরা কর্মবিরতি পালন করে সংবাদ সম্মেলন করেছেন।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার হোতাপাড়া এলাকায় অবস্থিত ফু-ওয়াং ফুডস্ কারখানার শ্রমিকরা আন্দোলনে অংশ নিয়ে এ সংবাদ সম্মেলন করেন।
শ্রমিকরা অভিযোগ করেন, কারখানা কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে সমস্যার সমাধানের আশ্বাস দিলেও তা বাস্তবায়িত হয়নি।
তারা জানান, গত ২ অক্টোবর এক দফা আলোচনায় বসা হলেও কোনো ইতিবাচক ফলাফল পাওয়া যায়নি। শ্রমিকদের দাবি, তারা দীর্ঘদিন ধরে বেতনের বৈষম্যসহ নানা অসংগতির শিকার হচ্ছেন।
সম্প্রতি মালিকপক্ষ সাত শ্রমিকের নাম উল্লেখ্য করে মোট ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাত রেখে ১টি মামলা একটি সাধারণ ডায়েরি ও একটি অভিযোগ দায়ের করেছে। শ্রমিকদের দাবি, এসব মামলা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
শ্রমিকদের দাবি যতক্ষণ পর্যন্ত সকল মামলা প্রত্যাহার করা না হবে। ততক্ষণ তারা কাজে ফিরবেন না।
স্থানীয়রা মনে করছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, ফু-ওয়াং ফুডস্ কারখানার কর্মকর্তাদের মারধরের ঘটনায় কারখানা কর্তৃপক্ষ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। আমরা কারখানার সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে তদন্ত করছি। যারা প্রকৃত দোষী, তাদেরকেই আইনের আওতায় আনা হবে। নির্দোষ বা নিরপরাধ কাউকে হয়রানি করা হবে না।