
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন উপ-কমিশনার ইব্রাহীম খান যোগদান করেছেন।
মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে তিনি নতুন কর্মস্থলে যোগ দেন বলে জানা যায়।
গত ৩ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-কমিশনার ইব্রাহীম খানকে নিয়োগ দেওয়া হয়।
তিনি এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ লালবাগ ও ওয়ারী জোনের ডেপুটি পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ব্রাহ্মণবাড়িয়ার সন্তান ইব্রাহীম খানের স্ত্রী ডা. মির্জা ফাতেমা ফারহানা উর্মি একটি বেসরকারি হাস্পাতালে কর্মরত আছেন।