মঙ্গলবার, ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

গাজীপুর সদরে বন বিভাগের উচ্ছেদ অভিযান: দুই একর বনভূমি উদ্ধার

Oplus_0
রুহুল আমিন, স্টাফ রিপোর্টার: গাজীপুর সদর উপজেলায় সংরক্ষিত বনভূমিতে গড়ে ওঠা অবৈধ বসতবাড়ি ও স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান পরিচালনা করেছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। এতে প্রায় দুই একর বনভূমি দখলমুক্ত করা হয়।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার ভবানীপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়। নেতৃত্ব দেন গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশিদ। অভিযানে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ ও বন বিভাগের সদস্যরা যৌথভাবে অংশ নেন। পুরো অভিযানে নিরাপত্তা নিশ্চিত করতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল।
ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা রাশিদ আরিফ জানান, গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পরপরই গাজীপুরের ভাওয়াল রেঞ্জের ভবানীপুর বিট এলাকায় সংরক্ষিত বনাঞ্চল জবরদখল করে অসংখ্য অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়। এতে বনাঞ্চলের বড় অংশ বেদখল হয়ে যায়। পরে সেগুলো চিহ্নিত করে উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়।
অভিযানে দীর্ঘদিন ধরে দখল করে রাখা বহুতল ভবন, দোকানপাট, বসতঘর ও গুদামসহ মোট ১২০টি ছোট-বড় স্থাপনা ভেঙে ফেলা হয়। এতে প্রায় ১.৯৫ একর সংরক্ষিত বনভূমি পুনরুদ্ধার সম্ভব হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের গাজীপুরের জাতীয় উদ্যান রেঞ্জ কর্মকর্তা শাকেরা আক্তার শিমু। ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম। এছাড়াও ভবানীপুর বিট কর্মকর্তা নাসির উদ্দিনসহ বিভিন্ন বিট কর্মকর্তা ও বন প্রহরীরা।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ