রবিবার, ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

গাজীপুর-২ আসনে বিএনপির প্রার্থী এম মঞ্জুরুল করিমের সমর্থনে গাছায় মিছিল

মোঃ আশরাফুল ইসলাম, স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি-র সমর্থনে বিশাল নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৪টায় গাছা থানার মির্জাপুর সিএনজি পাম্প এলাকা থেকে এই বর্ণাঢ্য মিছিলটি শুরু হয়।

মিছিলটি মির্জাপুর থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার ও জাতীয় বিশ্ববিদ্যালয় (সাইনবোর্ড) এলাকা প্রদক্ষিণ করে। পরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে এসে একটি সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে কর্মসূচিটি শেষ হয়। মিছিলে কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

গাছা থানা বিএনপির সভাপতি বাবুল সিপাহী এবং সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন-এর নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন হুমায়ুন কবির রাজু, সাবেক সাংগঠনিক সম্পাদক, মহানগর বিএনপি। মোঃ ফারুক খান, সাবেক সাধারণ সম্পাদক, গাছা থানা। এস এম নাঈম মাস্টার, সিনিয়র সহ-সভাপতি, গাছা থানা বিএনপি।

হাজী আব্দুল জব্বার সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। মোঃ জাহাঙ্গীর হাজারী, সাংগঠনিক সম্পাদক ও মোঃ জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক। মোঃ আবুল হাশেম সভাপতি (৩৫ নং ওয়ার্ড) বিএনপি, মোঃ মোহাম্মদ আলী সভাপতি (৩৩ নং ওয়ার্ড), মোঃ কামরুজ্জামান সভাপতি (৩৮ নং ওয়ার্ড), হাজী শুক্কুর আলী ভান্ডারী সভাপতি (৩৭ নং ওয়ার্ড), মোঃ সোলায়মান শাহ সভাপতি (৩৬ নং ওয়ার্ড), মোঃ বাছির উদ্দিন সভাপতি (৩৪ নং ওয়ার্ড) এবং মোঃ আব্দুল হামিদ মন্ডল সভাপতি (৩২ নং ওয়ার্ড)। বিএনপির মূল দলের পাশাপাশি যুবদল, ছাত্রদল ও ওলামা দলের প্রায় ১২০০ নেতাকর্মী মিছিলে অংশ নেন।

আরও উপস্থিত ছিলেন ইফতেখার আহমেদ রিপন (আহ্বায়ক, গাছা থানা যুবদল) ও সোহেল তাজ (সদস্য-সচিব)। মাওলানা মমিনুর রহমান (আহ্বায়ক, গাছা থানা ওলামা দল)। আলিফ খান (সভাপতি প্রার্থী, গাছা থানা ছাত্রদল)। মুজাহিদুল ইসলাম ফয়সাল (সভাপতি, ৩৮ নং ওয়ার্ড যুবদল) এবং এম রতন তাঞ্জিম (সভাপতি প্রার্থী, ৩৫ নং ওয়ার্ড যুবদল)।

সমাপ্ত বক্তব্যে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনমানুষের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। তারা আসন্ন নির্বাচনে এম মঞ্জুরুল করিম রনিকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *