শুক্রবার, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

গাবতলীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে একজনের মৃত্যু

মো. আবু সাইদ শান্ত: বগুড়ার গাবতলীতে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার সন্ধ্যার পূর্বে উপজেলার চকবোচাই বাজারের পশ্চিম পাশে শাহ সুলতান ফিড মিল সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন বগুড়া শহরের ঠনঠনিয়া হাড়িপাড়া এলাকার সাইফুল ইসলাম মতি (৬২)।

আহতরা হলেন- একই এলাকার রুবিয়া ইসলাম বিউটি (৫৩), টিপু সুলতান (৪৪) ও সোনাতলা এলাকার আলমগীর হোসেন আলম (৪২)।

ঘটনার পরপরই স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলাম মতিকে মৃত বলে ঘোষণা করেন। এ ছাড়া অপর দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।

খবর পেয়ে তাৎক্ষণিক গাবতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে যান।

তিনি জানান, ৪জনকে আহত অবস্থায় পাওয়া গেলেও হাসপাতালে নিয়ে যাওয়ার পথে একজনের মৃত্যু হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ