শাহদাৎ হোসেন লাল, স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের রাজারহাটে সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ শাখা ছাত্রদল বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গুম, খুন ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।
মঙ্গলবার দুপুর ১২টায় কলেজ শাখা ছাত্রদলের সদস্য সোহাগ ও নাছিমের সঞ্চালনায় কলেজের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ছাত্রদলের নেতা-কর্মীরা দেশের সকল নাগরিকের মুক্তি এবং আওয়ামী লীগসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার হওয়া নেতাকর্মীদের ঘটনার সঠিক বিচারের দাবি জানান।
তারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সহিংসতা ও দমন-পীড়ন বন্ধের আহ্বান জানান।
মানববন্ধনে কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আকরামুল হক বলেন, বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগের গত ১৫ বছরের শাসনামলে হাজারো মানুষ গুম ও খুন হয়েছে। আওয়ামী সন্ত্রাসী সংগঠনের মাধ্যমে লাখো মানুষ নির্যাতনের শিকার হয়েছে। প্রতিটি কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের দ্বারা ছাত্রদলের নেতা-কর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা অত্যাচারিত হয়েছে।
কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব হাসিবুল ইসলাম হিমু বলেন, বিশ্ব মানবাধিকার দিবসে আমরা সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ থেকে ঘোষণা দিচ্ছি, এখন থেকে কোনো ক্যাম্পাসে সন্ত্রাসী রাজত্ব কায়েম করতে দেওয়া হবে না। সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ ছাত্রলীগের সকল নেতাকর্মীদের তালিকা তৈরি হচ্ছে। আমরা কলেজ প্রশাসনের কাছে দ্রুত সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।