
মো. মনজুরুল ইসলাম, নাটোর : নাটোরের গুরুদাসপুরে এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে মামলা রুজুর ৭২ ঘন্টার মধ্যে ধর্ষণ প্রধান পলাতক আসামি মো. সাব্বির হোসেন (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার দিবাগত রাত ১২টার দিকে গোয়েন্দা তথ্য ভিক্তিতে ও তথ্য প্রযুক্তির সহযোগিতায় পলাতক আসামির পরিচয় সনাক্ত করা হয়। তারপর রাজশাহী জেলার বাঘা উপজেলার (বাউসা)বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করেছে র্যাব।
গ্রেফতারকৃত আসামি মো. সাব্বির হোসেন (২০) রাজশাহী জেলার বাঘা উপজেলার (বাউসা) এলাকার আবদুস সাত্তারের ছেলে।
এজাহার সূত্রে জানা যায়, আসামি মো. সাব্বির হোসেন ভিকটিম ওই কিশোরীর পূর্ব পরিচিত হওয়ায় ভিকটিম এর বাড়িতে যাওয়া আসা করত। একপর্যায়ে আসামি ভিকটিম এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এই সুবাদে আসামি ভিকটিমকে নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরতে যেত। গত সোমবার বিকেলে সাড়ে ৫টার দিকে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আসামি ভিকটিম কে নিয়ে নাটোর জেলার গুরুদাসপুর থানার নাজিরপুর গ্রামে ঘুরতে যায়। ১৭ জুন দিবাগত রাত আনুমানিক সাড়ে দশটার দিকে নাজিরপুর গ্রামের জৈনিকা মোছাঃ চামেলি খাতুনের বাড়িতে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই আসামি কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে। পরের দিন আসামিকে ভিকটিম বিয়ের কথা বললে ঘটনাস্থলে ওই কিশোরীকে রেখে অভিনব কায়দায় আসামি পালিয়ে যায়। পরে ওই কিশোরী গুরুদাসপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। উক্ত মামলা রুজুর পরে আসামি আত্নগোপনে চলে যায়। মামলার তদন্ত কারী অফিসার আসামিকে গ্রেফতারের জন্য র্যাব-৫ সিপিসি-২, নাটোর ক্যাম্প বরাবর অধিযাচনপত্র প্রদান করেন।
র্যাব আসামিকে গ্রেফতার করে নাটোর জেলার গুরুদাসপুর থানায় হস্তান্তর করে। গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. উজ্জ্বল হোসেন বলেন,আটককৃত আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।