
যায়যায়কাল প্রতিবেদক: রাজধানীর বাড্ডার গুদারাঘাট এলাকায় গুলিতে খুন হয়েছেন গুলশান থানা বিএনপির যুগ্ম আহবায়ক ব্যবসায়ী কামরুল আহসান সাধন।
রোববার রাত ১০টার দিকে গুদারাঘাট ৪ নম্বর গলিতে এ ঘটনা ঘটে।
বাড্ডা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, মধ্যবাড্ডার গুদারাঘাট চার নম্বর গলিতে আরও কয়েকজনের সঙ্গে বসে থাকার সময় কামরুল আহসান সাধনকে গুলি করে পালিয়ে যান কয়েকজন। পরে স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।
তিনি বলেন, সাধন গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে ছিলেন বলে তারা জানতে পেরেছেন।
নিহত সাধন ডিস সংযোগ ব্যবসা করতেন বলে জানিয়েছে বাড্ডা থানার পুলিশ। তার লাশ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে রয়েছে।