
রুহুল আমিন বাবু, বাগেরহাট : বাগেরহাট সদর থানার গোটাপাড়া ইউনিয়নের গোটাপাড়া পুরাতন টোল প্লাজায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় শুক্রবার বিকালে এক সভা অনুষ্ঠিত হয়।
সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বাগেরহাট জেলা সভাপতি আইনজীবী মোশাররফ হোসেন মন্টু।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে অত্যাচারী অবৈধ সরকার এবং আয়নাঘরের নির্মাতা হাসিনাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করেছে। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমাদের দেশ দ্বিতীয়বারের মত স্বাধীন হয়েছে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমাদের দল শান্তিপ্রিয় আমরা সকল প্রকার প্রতিহিংসা ত্যাগ করে এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা করবো ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, হাসিনা সরকার পতনের পরে আমাদের এলাকায় এখনো পর্যন্ত কোনো প্রকার হামলা ভাঙচুর এবং অগ্নিসংযোগের কোনো ঘটনা ঘটেনি।
তিনি আরো বলেন, সকলকে মনে রাখতে হবে আমাদের এলাকার প্রতিটি পরিবার শহীদ আবু সাঈদ ও শহীদ মুগ্ধসহ সকল শহীদের পরিবার।
সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বাগেরহাট জেলা সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান, বিএনপি নেতা এশারাত হোসেন সাবেক ইউপি সদস্য, আব্দুল আজিজ, অ্যাডভোকেট আল আমিন, অবসরপ্রাপ্ত বিজিপি সদস্য মোবাশ্বের হোসেন, শিক্ষক মোয়াজ্জিন হোসেন, জাহিদ হাসান প্রমুখ।
এ সভার পূর্বে আসর নামাজের পর গোটাপাড়া জামে মসজিদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদের আক্তার রুহের মাগফেরাত কামনায় এবং আহত ছাত্র-ছাত্রীদের সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।