বুধবার, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গোদাগাড়ীতে এসএসসি ২০০৭ ব্যাচের শিক্ষার্থীদের মিলনমেলা

আরিফ হোসেন, রাজশাহী: এসএসসি পাশের দীর্ঘ ১৭ বছর পর এক বনভোজনের মাধ্যমে মহিষালবাড়ী আল ইসলাহ ইসলামী একাডেমি স্কুলের এসএসসি- ২০০৭ ব্যাচের শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়।

শুক্রবার গোদাগাড়ী উপজেলার সাফিনা পার্কের পিকনিক স্পটে মিলনমেলা অনুষ্ঠিত হয়।

মিলনমেলার মূল আয়োজক মহিষালবাড়ী আল ইসলাহ ইসলামী একাডেমি স্কুলের এসএসসি ২০০৭ ব্যাচের বন্ধুরা। রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী এই স্কুলটির এসএসসি ২০০৭ ব্যাচের বনভোজনে স্কুলটির শতাধিক প্রাক্তন ছাত্রছাত্রীসহ তাদের পরিবারের প্রায় দুই শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।

গত ১৭ বছরের ব্যবধানে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকার পাশাপাশি এবং বিদেশে অবস্থান করা এসব বন্ধুরা সামাজিক যোগাযোগের মাধ্যমে একে অপরকে খুঁজে বের করেন। পরবর্তীতেতে কয়েকটি ছোট ছোট কর্মসূচির মাধ্যমে প্রথমে ১০/১৫ জন করে একত্রে মিলিত হন। এরই ধারাবাহিকতায় ফেসবুকে ম্যাসেঞ্জার গ্রুপ করে এসএসসি ২০০৭ ব্যাচের প্রায় দুই শতাধিক বন্ধু গ্রুপে সংযুক্ত হন। এভাবেই একে অপরকে খুঁজে বের করে এসএসসি পাসের ১৭ বছর পূর্তিতে বন্ধুত্বের এক মিলনমেলার আয়োজন করা হয়।

ব্যস্ত জীবনে স্কুলের বন্ধুদের সঙ্গে দেখা হওয়াটা আজকাল তেমন হয়েই ওঠে না। ঠিক সেই কথা মাথায় রেখে স্কুলের বন্ধুদের সঙ্গে যাতে একে অপরের দেখা হয়, ফেসবুকের মাধ্যমে সে সুযোগ সৃষ্টি করে দেন এসএসসি- ২০০৭ ব্যাচের কয়েকজন বন্ধু। দীর্ঘদিন যোগাযোগ না থাকা বন্ধুরা একে অপরকে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। খোঁজ নেন পরিবার-পরিজনের। এভাবে সাফিনা পার্ক পিকনিক স্পটটি যেন এক মিলনমেলায় পরিণত হয়। যেখানে এই সাবেক শিক্ষার্থীরা শৈশবের উৎসবে মেতে ওঠেন।

এই দীর্ঘ ১৭ বছরে এসএসসি- ২০০৭ ব্যাচের শিক্ষার্থীদের বিভিন্নজন নানা পেশায় চলে গেছেন। এদের মধ্যে অনেকে ডাক্তার, প্রকৌশলী, আইনজীবী, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, কেউবা আবার শিক্ষক কিংবা ব্যবসায়ী। কেউ বা আবার প্রবাসী। কিন্তু বন্ধুত্বের বন্ধনে একসঙ্গে রব চিরজীবনে এ শ্লোগানে সবাই যেন এদিন একাকার হয়ে যান। পরিচয় সবার যেন একটা সেটা হলো আমরা স্কুল বন্ধু।

শুক্রবার গোদাগাড়ী বাসস্ট্যান্ড থেকে বাস, কয়েকটি প্রাইভেটকার ও মাইক্রোবাসে করে বন্ধুরা যাত্রা করে গোদাগাড়ীর সাফিনা পার্ক পিকনিক স্পটে। সকাল দশটায় সেখানে উপস্থিত হয়ে সবাই যেন ১৭ বছরের আগের স্কুল জীবনের স্মতিকাতর হয়ে ওঠেন। এদিন বন্ধুদের মিলনমেলা সকাল ১০টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ