বৃহস্পতিবার, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

গোদাগাড়ীতে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আরিফ হোসেন, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক কারবারি ডালিম হোসেন (৩০)-কে গ্রেপ্তার করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার আজগুবি গ্রামের তুফান আলীর ছেলে।

মঙ্গলবার রাত ১০টার দিকে গোদাগাড়ী থানাধীন কাদিপুর নামক এলাকায় অভিযান চালিয়ে ১৩৫ কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে গোদাগাড়ী থানা পুলিশের একটি দল জানতে পারে মাদক চক্রের সদস্য ওই এলাকায় মাদকদ্রব্য চালানসহ অবস্থান করছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করে একাধিক প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ১৩৫ কেজি গাঁজা উদ্ধার করে।

আসামি ডালিম দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সুকৌশলে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী অজ্ঞাত এলাকা হতে সংগ্রহ করে রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

গোদাগাড়ী থানার ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদকের একটি বড় চালান রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ গামি মহাসড়কের কাদিপুর এলাকায় অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে সঙ্গী অফিসার ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক গাঁজাসহ একজন মাদক কারবারিকে আটক করি। এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিকে আদালতের মধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *