
শাহ ইমরান, কুমিল্লা: এ বছরে গোমতী নদীতে পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হয়। এ জন্য গোমতী নদীর ভাঙন থেকে পাঁচথুবী ইউনিয়নকে রক্ষায় দ্রুত বাঁধের সিসি ব্লক সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সরেজমিন গোমতী নদীর বেড়ি বাঁধ এলাকা ঘুরে দেখা গেছে, গোমতি নদীর পানির ঢেউ তীরে আছড়ে পড়ছে। এতে ব্লকগুলো সরে যাচ্ছে এবং দুর্বল অনেক ব্লক ভেঙে নদীতে বিলীন হয়ে যাচ্ছে। গোমতী নদীর বেড়ি বাঁধ ভেঙে নদীতে চলে গেছে। ভবিষ্যতে গোমতি নদীর বেড়িবাঁধ ব্লক না দিলে পাঁচথুবী ইউনিয়ন হবে আরেকটি গোমতি নদী।
পাঁচথুবী ইউপি সদস্য হারুনুর রশিদ বলেন, ব্লক সরে পাড় নদীতে বিলীন হওয়ায় পাঁচথুবী এলাকাসহ পাশের অন্য এলাকাগুলো হুমকির মুখে পড়বে। অতি দ্রুত ব্লক সংস্কার করা না হলে বেড়ি বাঁধ ভেঙে বাড়িঘর নদীতে বিলীন হয়ে যাবে। পূর্ব থেকেই নদী ভেঙে ব্লক সরে যায়। এবার ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্লক সরে গিয়ে নদী ভাঙনের তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে।দ্রুত নদীর বেড়ি বাঁধে ব্লক দিয়ে সংস্কারের দাবি।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান বলেন, গোমতী নদীর বেড়িবাঁধ মেরামতের জন্য বরাদ্দ পাঠিয়েছি। সংস্কার করা হবে। গোমতী নদীর বেড়িবাঁধ আবার পরিদর্শন করবো। খুব খারাপ অবস্থা হলে জরুরি ব্লক দিয়ে মেরামত করা হবে।