
ম.ব.হোসাইন নাঈম, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩০টি দোকান আগুনে পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের দাবি এ অগ্নিকাণ্ডে তাদের:প্রায় ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার জয়াগ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ৫টার দিকে হঠাৎ একটি দোকানে আগুনের শিখা জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে এ আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। এলাকার বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে সোনাইমুড়ী, চাটখিল ও বেগমগঞ্জ ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ততক্ষণে রবিন ট্রেডার্স, হারুনের মুদি দোকান, মোহাম্মদ হোসেন কনফেকশনারি, মিজান খাদ্য ভান্ডার, হোটেল গুড ফ্রুট, হারুন মুরগী দোকান, সাজু মুরগি দোকান, ফারুক মুদি দোকান, ফয়সাল ভ্যারাইটিস, হারুন গদি ঘর, বাবু গার্মেন্ট,, জহির জুতা দোকান, জসিম মুদি দোকান, হানিফের দোকান , মনির ইলেকট্রনিক, ইলিয়াস কসমেটিক, জহিরের কাপড় দোকান, রাশেদ কসমেটিক, সেলিমের ফার্নিচার, আলোর চা দোকান, দিদার কসমেটিক, এয়াকুব টেইলার্স , আব্দুল করিম ক্রোকারিজ সহ ৩০ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
বাজার কমিটির আহ্বায়ক ও জয়াগ ইউনিয়নের চেয়ারম্যান শওকত আকবর পলাশ বলেন অগ্নিকাণ্ডে বাজারের দোকান ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়, ক্ষতির পরিমান প্রায় ৪কোটি। নোয়াখালী ১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান করছি।
সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো.রাকিবুল ইসলাম অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, হোটেলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়।সোনাইমুড়ী, চাটখিল ও বেগমগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত সাপেক্ষে জানা যাবে।