খাঁন মো. আ. মজিদ
ঘর ছাড়া এক বাউল আমি
ঘর ছাড়া এক বাউল আমি
ঠিকানা বিহীন ॥
এক তারা মোর সুরের সাথী
নিত্য প্রতিদিন (২)
লাউ এর খোলস বাঁশের চটা
তাতে বাঁধা তার একটা
তাতে বাঁধা এ জীবনটা ॥
ভাদ্র আর আশ্বিন (2)
কামের ঘরে দিয়া তালা
তারাই হইল গদিওয়ালা ॥
আমার ভাগ্যে শুন্য থালা ॥
জল ছাড়িল মীন (২)
ঘুরি শুধু পথে পথে
• গরীব শাহের চরণ যাতে ॥
ধরতে পারে মজিদ হাতে !
আমি তার অধীন (২)