বুধবার, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ঘোড়াঘাটে আগুনে পোড়ানো হলো ১৫০০ দলিল

খান মোঃ আঃ মজিদ, দিনাজপুর: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে দীর্ঘ ৮ বছর ধরে পড়ে ছিল ১ হাজার ৫০০ দলিল। দাবি না থাকায় সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

রোববার দুপুরে সাবরেজিস্ট্রার অফিসের সামনে আনুষ্ঠানিকভাবে এসব দলিল আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

নিবন্ধন অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, কোনো দলিল যদি দুই বছরের বেশি সময় ধরে দাবিহীন অবস্থায় সাব-রেজিস্ট্রার অফিসে পড়ে থাকে, তাহলে তা আইন অনুযায়ী ধ্বংস করার বিধান রয়েছে। সেই নিয়ম মেনে ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত ঘোড়াঘাট সাব-রেজিস্ট্রার অফিসে জমে থাকা দাবিহীন দলিলগুলো আগুন দিয়ে ধ্বংস করার উদ্যোগ নেওয়া হয়।

ঘোড়াঘাট উপজেলা সাবরেজিস্ট্রার কামরুন নাহার বলেন, দুই বছরের বেশি সময় ধরে দাবিহীন দলিল অফিসে থাকলে তা ধ্বংস করার নিয়ম রয়েছে। শুধু ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং ওয়াকফ স্টেটের ছাড়া অধিদপ্তরের নির্দেশনা অনুসারে ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত জমে থাকা এক হাজার ৫০০ দলিল আগুন দিয়ে ধ্বংস করা হলো।

এসময় ঘোড়াঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ ছাড়াও অফিস সহকারী রুহিলা খাতুন, দলিল লেখক, নকলনবিস এবং গণমাধ্যমকর্মীরা সে সময় উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ