বুধবার, ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

চকরিয়ায় মহাসড়কে ঈগল বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ১০

বশির আলমামুন, চট্টগ্রাম প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় ঈগল মিনি বাসের সাথে স্কয়ার কোম্পানির ঔষধ বোঝাই কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৩ জন ও হাসপাতালে নেয়ার পথে ১জন সহ ৪জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০জন। (৮ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার হারবাং ইউনিয়নের আলীপুর (লাল ব্রিজ সংলগ্ন) আরএফএল কারখানার সামনে মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটেছে।

চিরিঙ্গা হাইওয়ে থানার এস আই ভেনুদাশ ও হারবাং পুলিশ ফাঁড়ির এসআই মোঃ ফারুক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং অংশের লাল ব্রিজের নিকটবর্তী এলাকায় কক্সবাজার মুখি স্কয়ার কোম্পানির ঔষধ ভর্তি কাভার্ড ভ্যানের সাথে চকরিয়া থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রাম মুখি একটি ঈগল মিনি বাসের আকস্মিক সংঘর্ষ হলে ৪ ব্যক্তি নিহত হয়েছেন। 

নিহতরা হলেন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী দক্ষিণ হাসিমপুর বড়পাড়া গ্রামের বাসিন্দা রশিদ আহমদের ছেলে মাংস ব্যবসায়ী বশির আহমদ(৩৫), চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের পালাকাটা গ্রামের আবদুল আলীর মেয়ে রুবিদা আকতার(২৬) ও চট্টগ্রামের পাঁচলাইশ হামজারবাগ এলাকার নুরুল আমিনের ছেলে আবদু শুক্কুর মুন্না(৪০) ও ঈগল গাড়ী চালক চকরিয়া উপজেলার হারবাং আলীপুর গ্রামের শামসুল আলমের পুত্র আবদুল মান্নান (৩৭)।এছাড়া আহত হয়েছেন আরও ১০জন। হতাহতের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সিরাজুম মুনির।

তাৎক্ষনিক অন্যান্য আহতদের নাম জানা যায়নি। দূর্ঘটনার পর ঘটনাস্থল ও হাসপাতালে হতাহতের দেখতে যান উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল ইসলাম।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *