মঙ্গলবার, ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে ঈদ বোনাসের দাবিতে চালক-শ্রমিকদের মানববন্ধন

মো. শফিকুল ইসলাম, চট্টগ্রাম: নিয়োগপত্র প্রদান, ঈদ বোনাস ও ডোপ টেস্ট করাতে হয়রানি বন্ধের দাবিতে চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শনিবার সকাল ১০টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি সেলিম মিয়ার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সম্পাদক আমির হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বিলস্ এর কেন্দ্রীয় সদস্য রবিউল হক শিমুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি শাহ আলম ফিরোজী।

মানবন্ধনে বক্তারা বলেন, ২০ রমজানের পূর্বে চালক শ্রমিকদের সকল বকেয়া পাওনা মার্চ মাসের পূর্ণ বেতনসহ সম্পূর্ণ বোনাস প্রদান করতে হবে। হালকা মোটরযান মালিকরা যদি বোনাস বেতন নিয়ে কোনো তালবাহানা করে চালক-শ্রমিকদেরকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সাবেক কার্যকরী সভাপতি মো. জসিম উদ্দিন, সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. শামসুল ইসলাম আরজু,সহ–সভাপতি মাঈনউদ্দিন তাপস, সহ–সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহীন, সহ-সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, অর্থ সম্পাদক নজরুল ইসলাম, বজলুর রহমান, জাকির মহাজন, মো. মাসুদ, রাসেল হাওলাদার, খুলশী থানা কমিটির সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক শমশের আলম মুন্নাসহ বিভিন্ন থানা ও শাখা কমিটির নেতৃবৃন্দ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *