বুধবার, ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

চট্টগ্রামে চাঁদাবাজ আব্দুল কুদ্দুসের অত্যাচারে অতিষ্ঠ গাছের গাড়ির চালকেরা

মো.শফিকুল ইসলাম, চট্টগ্রাম: চট্টগ্রামের পাহাড়ি এলাকা থেকে গাছ বহনকারী ট্রাক চট্টগ্রাম শহর দিয়ে, বিভিন্ন গন্তব্যে যাওয়ার পথে শহর এলাকায় নামধারী কিছু সোর্স, পুলিশ ও ডিবি পুলিশের নাম ভাঙ্গিয়ে প্রতিনিয়ত চাঁদাবাজি করার অভিযোগ উঠে এসেছে।

ভোলা সদরের আব্দুল কুদ্দুস চট্টগ্রাম শহরের বাঁশ এবং গাছের গাড়ি থেকে থানা পুলিশ ও ডিবি পুলিশের নাম ভাঙিয়ে লক্ষ লক্ষ টাকা সাধারণ চালক এবং কাঠ ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, পার্বত্য চট্টগ্রাম থেকে যখন নগরীর বিভিন্ন থানা এলাকা দিয়ে বাঁশ এবং গাছের ট্রাক, মিনি ট্রাক চলাচল করে বায়েজিদ বোস্তামী থানা থেকে শুরু করে নগরীর বিভিন্ন থানা এলাকায় ডিবি পুলিশের নাম ভাঙ্গিয়ে আব্দুল কুদ্দুস নামের পাঁচলাইশ থানা ক্যাশিয়ার খ্যাত চাঁদাবাজের কাছ থেকে  গাছের ট্রাকের  চালকদের কাছ থেকে প্রতি গাড়ি ৫০০-১৫০০ টাকা চাঁদা আদায় করে যাচ্ছেন প্রতিনিয়ত। গাছ বহনকারী ট্রাকের চালকরা যদি সোর্স আব্দুল কুদ্দুসের কথা মত চাঁদা দিতে অস্বীকার করে তাহলে গাছের ব্যবসায়ীদেরকেও গুনতে হয় অনেক লোকসানের বোঝা।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন গাছের গাড়ির চালক বলেন, আমরা যখন কোন বিপদে পড়ি তখন পুলিশের দ্বারস্থ হই। কিন্তু যেখানে পুলিশ নিজেরাই চাঁদাবাজির মহাউৎসবে যোগ দিয়েছে সেখানে অভিযোগের সমস্যা থেকে পরিত্রাণের কোন সুযোগ নেই। চট্টগ্রামসহ সারা দেশের সড়ক মহাসড়কে যত্রতত্র পুলিশের বিশেষ চেকিং আর মাসোহারা আদায়ের প্রতিযোগিতা বন্ধের সাধ্য কারো নেই। অভিযোগ আছে চট্টগ্রামের একপাশ থেকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যেতে  ট্রাক প্রতি ৫০০-৮০০ টাকা গুনতে হয়। পুলিশের টোকেন বাণিজ্যও চলে সমান তালে। আবার তারই মধ্যে থানা ও ডিবি পুলিশের নাম ভাঙ্গিয়ে আব্দুল কুদ্দুস নামের পাঁচলাইশ থানাও ডিবি পুলিশের ক্যাশিয়ার পরিচয়ে আমাদেরকে প্রতিনিয়ত হয়রানি করে যাচ্ছে। এটা আমাদের উপরে প্রতিনিয়ত জুলুম করা হচ্ছে, পুলিশের পাশাপাশি বিশেষ করে পাঁচলাইশ থানা ক্যাশিয়ার পরিচয়ে আব্দুল কুদ্দুসের অত্যাচারে আমরা অতিষ্ঠ।

এ বিষয়ে পাঁচলাইশ থানা ক্যাশিয়ার খ্যাত আব্দুল কুদ্দুসের কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, আমাকে যেভাবে বাড়িয়ে বলা হচ্ছে ঠিক আমি তেমনটা না। ২০১৩ সালে আমি এগুলো সব বন্ধ করে দিয়েছি। আমাকে ছোট করার জন্য একটি চক্র আমার বিষয়ে এ কথাগুলো বলে বেড়াচ্ছে।

আব্দুল কুদ্দুস সম্পর্কে ডিবি উত্তরের উপ-পুলিশ কমিশনার বলেন, এ নামের কাউকে আমি চিনি না এবং ডিবি পুলিশের নাম ভাঙ্গিয়ে যে কেউ চাঁদাবাজি করলে তাকে আইনের আওতায় আনা হবে এবং পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কুদ্দুস সম্পর্কে আরো বলেন, আমার থানা এলাকায় এ নামের কোন ক্যাশিয়ার নেই, সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ