সোমবার, ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

চট্টগ্রামে চুরি যাওয়া নব জাতক উদ্ধার : জড়িত ২ নারী গ্রেফতার

বশির আলমামুন, চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট (এনআইসিইউ) থেকে চুরি হওয়া ৫ দিন বয়সী শিশুকে ফেনী থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে হাসপাতাল থেকে চুরি হওয়ার পর ওইদিন রাতেই শিশুটিকে ফেনীর পরশুরাম থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ নারীকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন ফেনী জেলার পরশুরাম উপজেলার মনিপুর গ্রামের সুবার বাজার এলাকার মো. মিন্টুর স্ত্রী নাসিমা আক্তার ((২৩) ও একই উপজেলার কাউতলী হাসেম মোল্লা বাড়ির মৃত আইয়ুব আলীর স্ত্রী খারু আক্তার (৪২)।

জানাগেছে চট্টগ্রামের লোহাগাড়া এলাকার বাসিন্দা আবু মো. নোমান ও আসমা আক্তার দম্পতির সন্তান গত ৫ দিন ধরে চমেক হাসপাতালের এনআইসিইউ ওয়ার্ডে ভর্তি ছিল। হাসপাতালের নিয়ম অনুযায়ী সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত শিশুর কাছে  কোনো অভিভাবক থাকার নিয়ম নেই।

দম্পতি দুপুর ২টার পর ওয়ার্ডে গিয়ে দেখতে পান শিশুটি সীটে নাই। এতে শিশু চুরির বিষয়টি বুঝতে পারেন তারা। তাৎক্ষণিক হাসপাতালের চিকিৎসক ও নার্সকে জানানো হলে সিসি ক্যামেরার ফুটেজ দেখে ওই অভিযুক্তদের শনাক্ত করা হয়।

 চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান  বলেন, আমরা শিশু চুরির অভিযোগ পাওয়ার পর পুলিশকে বিষয়টি অবগত করি। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে শিশুটিকে নিয়ে যাওয়া নারীকে শনাক্ত করা হয়। পুলিশ জানিয়েছে, শিশুটিকে উদ্ধার করা হয়েছে।  

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, নবজাতক চুরির অপরাধে মা-মেয়েকে আটক করা হয়েছে। তাঁরা হাসপাতালে তাঁদের অসুস্থ নবজাতককে রেখে আসমাউল ও নোমান দম্পতির নবজাতকটি নিয়ে গতকাল দুপুরে পালিয়ে যান। পরে হাসপাতালের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে তাদের শনাক্ত করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ