
মো. সেলিম খান, চট্টগ্রাম: চট্টগ্রামে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগ নেতাকর্মীরা।
রোববার মধ্যরাতে নগরের প্রবর্তক মোড় থেকে বদনা শাহ মাজার পর্যন্ত মিছিল করেন তারা। এ ঘটনায় রোববার রাত ও সোমবার ভোরে অভিযান চালিয়ে মিছিলে থাকা দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার দুজন হলেন মো. সজীব হোসেন (২১) ও দিদারুল আলম (৪৮)। দিদার চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য ও আইন কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি এই মিছিলের জন্য অর্থসহায়তা করেছেন বলে পুলিশের অভিযোগ। আর সজীব হোসেন ছাত্রলীগ কর্মী।
এ তথ্য নিশ্চিত করে চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) কাজী মো. তারেক আজিজ বলেন, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ এর আগেও মিছিল করেছিল। অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দিদারুল আলম কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর চালানো গুলিতে নিহত দোকান কর্মচারী মো. ফারুক হত্যা মামলার আসামি।
এর আগে গত ১৮ অক্টোবর নগরের জামালখানে ঝটিকা মিছিল করে ছাত্রলীগ। এ ঘটনায় তখন আটজনকে গ্রেপ্তার করে পুলিশ।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রোববার রাত সাড়ে ১১টার দিকে নগরের প্রবর্তক মোড়ে জড়ো হন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় তারা ‘আমরা কারা, শেখ হাসিনা’, ‘তোমরা কারা, শেখ হাসিনা’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘চলছে লড়াই, চলবে, শেখ হাসিনা লড়বে’, এমন শ্লোগান দিতে দিতে প্রবর্তক মোড় থেকে বদনা শাহ মাজার পর্যন্ত মিছিল করেন তারা।
পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, মধ্যরাতে ১৫ থেকে ২০ জনের একটি দল প্রবর্তক মোড় থেকে মিছিল বের করে মাত্র দুই মিনিটের মধ্যেই বদনা শাহর মাজার পর্যন্ত গিয়ে চলে যায়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।












