বশির আলমামুন, চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে পাঁচ দুর্ধর্ষ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতি থেকে সোমবার টানা অভিযানে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে চকবাজার থাকা পুলিশ।
গ্রেফতাররা হলেন- ভোলা জেলার দৌলতখান থানার চরপাতা গ্রামের মো. আমির হোসেনের ছেলে মো. বাবুল (৪০), নওগাঁ জেলার সদর থানা এলাকার আমজাদ হোসেন বাবুল ওরফে বাবুল সর্দারের ছেলে মো. মোস্তাফিজুর রহমান মিঠু (৪০), ফেনী জেলার সোনাগাজী থানার চরলক্ষী গ্রামের মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে মো. জসীম (৪২), চাঁদপুর জেলার কচুয়া থানার সুয়ারুল গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে মো. রফিকুল ইসলাম (৪৫) এবং বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার কালিগঞ্জ গ্রামের করিম মাতব্বরের ছেলে মো. দেলোয়ার (৩৭)।
এর মধ্যে ১৮ জানুয়ারি নগরীর চান্দগাঁও থানার খাজা রোড থেকে বাবুলকে, ২১ জানুয়ারি রাতে বন্দর থানার চান্দার পাড়া এলাকা থেকে মোস্তাফিজুর রহমান মিঠু ও মো. জসিমকে, সোমবার ২২ জানুয়ারি সকাল ১০টায় ডবলমুরিং থানার আগ্রাবাদ থেকে রফিকুল ইসলাম এবং দুপুর দেড়টার দিকে বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ নগর এলাকা দেলোয়ারকে গ্রেফতার করা হয়। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত ‘চট্টমেট্রো-থ- ১৩-৫৬২৯’ ও ‘চট্টমেট্রো-থ- ১৩-২৩৮৮’ নম্বরের দুটি সিএনজি অটোরিকশা জব্দ করে পুলিশ।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা বলেন, গ্রেফতার পাঁচজনই দুর্ধর্ষ ছিনতাইকারী। তারা সিএনজি অটোরিকশারচালক সেজে একাধিক অটোরিকশা নিয়ে নগরীর গুরুত্বপূর্ণ এলাকার ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বের হওয়া লোকদের টার্গেট করে ছিনতাই করে। মোস্তাফিজুর রহমান মিঠু ছিনতাইকারী গ্রুপটির নেতৃত্ব দেয় বলে জানান তিনি।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ওয়ালি উদ্দীন আকবার ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ১৭ ডিসেম্বর বিকেল সোয়া তিনটার দিকে নগরীর জিইসি মোড়ের এবি ব্যাংক থেকে পাঁচ লাখ টাকা তুলে মিজানুর রহমান নামে এক ব্যবসায়ী টাইগার পাস মোড়ে যাওয়ার জন্য ৮০ টাকায় সিএনজি ভাড়া করে। সিএনজিটি মিজানুর রহমানকে নিয়ে চকবাজার থানার গরীবউল্লাহ শাহ নার্সারি মোড়ে গিয়ে ড্রাইভার গাড়ি থামিয়ে দেয় এবং গাড়ি মেরামতের জন্য টুলবক্স থেকে টুলস লাগবে বলে যাত্রী মিজানুর রহমানকে সিএনজির দরজা খুলে দিতে বলে।
মিজানুর রহমান দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে সিএনজিটির চালক জোরপূর্বক যাত্রীকে ধাক্কা দিয়ে গাড়িতে উঠে তার পাশে বসে পড়ে। একই সময়ে অজ্ঞাতনামা আরও দুইজন সিএনজির ভেতরে ঢুকে একজন ভিকটিম মিজানুর রহমানের কোলের ওপর এবং অন্যজন তার পাশে বসে পড়ে। আরেকজন গাড়ির ড্রাইভিং সিটে বসে গাড়িটি সামনের দিকে চালিয়ে নিয়ে যেতে থাকে।
একপর্যায়ে সিএনজির ভেতর ছিনতাইকারীরা মিজানুর রহমানকে মারধর করার ভয় দেখিয়ে সাথে টাকা পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেয়। সিএনজিটি ওয়াসা হয়ে আলমাস মোড়- কাজীর দেউরী মোড়- রেডিসনের সামনে দিয়ে সিআরবি সাত রাস্তার মোড় হয়ে সিআরবি রেলওয়ে স্কুল সিড়ির গোড়ায় নির্জন এলাকায় গিয়ে যাত্রী মিজানুর রহমানকে ধাক্কা নামিয়ে দেয়।
ওসি বলেন, এ ঘটনার পর ভিকটিম মিজানুর রহমান চকবাজার থাকায় এসে মামলা দেয়। এরপর ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় ছিনতাইকারীদের শনাক্ত করা হয়। এরপর অভিযান চালিয়ে গত চার দিনে একে একে পুরো চক্রের পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।
ছিনতাইয়ে ব্যবহৃত দুটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। গ্রেফতার আসামিদের মধ্যে মোস্তাফিজুর রহমান মিঠু ও মো. জসীম সোমবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
তাদের মধ্যে মোস্তাফিজুর রহমান মিঠুর বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ৯টি ডাকাতি, ছিনতাই ও অস্ত্র মামলা, বাবুলের বিরুদ্ধে ৬টি ছিনতাই, অস্ত্র ও মাদক মামলা, জসিমের বিরুদ্ধে দুটি ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র মামলা, রফিকের বিরুদ্ধে ৩টি চুরি, মাদকসহ বিভিন্ন অপরাধের মামলা, দেলোয়ারের বিরুদ্ধে ৩টি খুন, ছিনতাই ও অস্ত্র মামলা রয়েছে বলে জানান ওসি।