বৃহস্পতিবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে প্রকৌশলী গোলাম ইয়াজদানীর উপর হামলার প্রতিবাদে চাটখিলে মানববন্ধন

ম.ব.হোসাইন নাঈম, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল এলজিইডি কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের উদ্যোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মো. গোলাম ইয়াজদানীর উপর হামলাকারীদের কে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবিতে মানববন্ধন করা হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারী) বিকাল সাড়ে ৩ টায় উপজেলা পরিষদের সামনে এলজিইডির বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন এলজিইডি উপজেলা প্রকৌশলী মুহাম্মদ রাকিবুল ইসলাম।

তিনি তার বক্তব্যে বলেন গতকাল রবিবার বিকেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অস্থায়ী কার্যালয় ভবনের চারতলায় এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মো: গোলাম ইয়াজদানী নিজ কক্ষে সরকারি দায়িত্ব পালন অবস্থায় সন্ত্রাসী শাহাবুদ্দিনের নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী অতর্কিতভাবে হামলা করে শারীরিকভাবে লাঞ্ছিত করে। দুর্বৃত্তদের ন্যাক্কারজনক হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় এদের শাস্তি দিতে হবে। সেই সাথে জড়িত ঠিকাদারদের লাইসেন্স বাতিল সহ আজীবন কালো তালিকাভুক্ত করতে হবে।

সেই সাথে তিনি সারাদেশে ঘটে যাওয়া বিগত দিনে এলজিইডির প্রকৌশলীদের উপর হামলার ঘটনার বিচার নিশ্চিত করিতে করা।

এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি যাতে না ঘটে, সরকারের সার্বিক উন্নয়ন কার্যক্রমনের নির্বিঘ্ন রাখতে এলজিইডির মাঠ পর্যায়ে প্রকৌশলীদের নিরাপত্তা নিশ্চয়তা সার্বক্ষণিক গানম্যান প্রদান করা। নির্বাহী প্রকৌশলীদের ম্যাজিস্ট্রেটী ক্ষমতা প্রদান করার দাবি তোলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ