মঙ্গলবার, ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

চট্টগ্রামে বায়েজিদ বোস্তামী দরগাহ শরিফের মসজিদ উদ্বোধন

মো. সেলিম উদ্দীন, চট্টগ্রাম: আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের অর্থায়নে পুনঃনির্মিত সুলতানুল আরেফিন হযরত সুলতান বায়েজিদ বোস্তামী (র.) দরগাহ শরিফ জামে মসজিদ গত ২৭ জানুয়ারি ফলক উন্মোচন করা হয়েছে। জোহরের নামাজ আদায় ও মোনাজাতের মধ্য দিয়ে মসজিদ উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম।

এতে প্রধান অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মুফতী ছৈয়দ মোহাম্মদ অছিউর রহমান আল কাদেরী, আলহাজ্ব মোস্তফা হাকিম পরিবার ও তাহের গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব এম. এ. তাহের। বিশেষ অতিথি ছিলেন আওলাদে গাউছুল আজম মাইজভাণ্ডারী ছৈয়দ মিনহাজুল আনোয়ার।

মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হযরত সুলতান বায়েজিদ বোস্তামী (র.) দরগাহ শরিফ জামে মসজিদের খতিব পীরে তরিক্বত হযরতুলহাজ্ব কাজী মোহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী। অনুষ্ঠানে মাজার ও মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ছৈয়দ মোহাম্মদ হাবিবুর রহমান, আলহাজ্ব আব্দুল মান্নান, রফিক আহমেদ, ভারপ্রাপ্ত মোতোয়াল্লী ছৈয়দ গোলাম রহমান, ছৈয়দ মোহাম্মদ আবদুর রহমান, আবদুল মালেক, গোলাম মোরশেদ, রবিউল আলম, মোহাম্মদ হারুন, সুলতানুর রহমান খান, রেজাউল করিম, আবদুল আউয়াল, আবদুল বাতেন, মাওলানা জালাল উদ্দিন ও মাওলানা আবদুল মান্নান।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসার ছাত্র আবদুল্লাহ আল হোছাইন। নাত পরিবেশন করেন মোহাম্মদ জুনায়েদ।

আরও আলোচনা করেন ছৈয়দ মোহাম্মদ মিনহাজুল আনোয়ার সহ অন্যরা। মসজিদ উদ্বোধনের আগে খতমে কোরআন, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

মসজিদ উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত সুধী সমাবেশে সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম বলেন, আল্লাহর কোরআন, নবীজির হাদিস ও পীর আউলিয়াদের দেখানো পথ ধরে আমাদের সকল কার্যক্রম ও সেবা পরিচালিত হয়। আমরা যুগ যুগ ধরে শোষিত, বঞ্চিত ও দুর্গত মানুষের সেবায় নিয়োজিত আছি। আমাদের সকল সেবা আল্লাহ ও রাসুলের সন্তুষ্টি বিধানের জন্য এতে দুনিয়াবী স্বার্থ হাসিলের উদ্দেশ্য আমাদের নেই। তিনি সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *