শুক্রবার, ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে গবেষণায় শ্রেষ্ঠদের সম্মাননা

মো: রমিজ আলী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউস) সেন্টার ফর রিসার্চ অ্যান্ড পাবলিকেশন (সিআরপি)-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে‘রিসার্চ এক্সেলেন্স অ্যাওয়ার্ড প্রোগ্রাম ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস-চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ শাহজাহান।

অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, রেজিস্ট্রার কর্ণেল মো. কাসেম (অব.) এবং বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান প্রফেসর আহসানুল্লাহ ভূঁইয়া।

প্রফেসর আজিজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বগত বক্তব্য রাখেন সেন্টার ফর রিসার্চ অ্যান্ড পাবলিকেশনের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ নাজিম উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ শামসুল আলম।

গবেষণা ও প্রকাশনায় বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ মোট ১৩৭ জন গবেষককে ক্রেস্ট, সম্মাননাপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়। বক্তারা তাদের বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমে গুণগত মান উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং সিআরপি’র এই উদ্যোগকে আইআইইউসি’র গবেষণা অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেন।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আয়োজিত এই অনুষ্ঠানটি শিক্ষকমণ্ডলী ও গবেষকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং গবেষণায় নতুন উদ্দীপনা সঞ্চার করে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ