কেফায়েতুল্লাহ কায়সার, চট্টগ্রাম ব্যুরো: গত কিছুদিন ধরে চট্টগ্রাম ওয়াসার এমডি প্রকৌশলী একেএম ফজলুল্লাহর পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী সাধারণ নাগরিক সমাজের ব্যানারে আন্দোলন শুরু হয়। কিন্তু ২০০০ সালে চাকরি থেকে অবসরের পর ২০০৯ সালে চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্ত ৮১ বছর বয়সী একেএম ফজলুল্লাহ সাফ জানিয়ে দেন তার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়।
বৈষম্যবিরোধী সাধারণ নাগরিক সমাজ ওয়াসার এমডির পদত্যাগ কেন চাই- এ প্রশ্নের জবাবে প্রকৌশলী একেএম ফজলুল্লাহ বলেন, তাদের দাবিগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি দুর্নীতি করিনি। আমাকে সরকার নিয়োগ দিয়েছে। সরকার না চাইলে তখন আমি পদত্যাগ করব।
এদিকে চট্টগ্রাম ওয়াসার এমডির বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের তদন্ত ও পরিদর্শন করতে স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান আজ শনিবার চট্টগ্রাম ওয়াসা ভবনে এসেছেন। সকাল ১০টা থেকে অনিয়মের তদন্ত ও পরিদর্শন শুরু করেছেন।
এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক বলেন, আমরা নিয়োগ ও আর্থিক বিষয় থেকে শুরু করে সকল বিষয় তদন্ত শুরু করেছি। তদন্ত শেষে পুরো বিষয়টি জানা যাবে।