
মো. শফিকুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: “চট্টগ্রাম কোস্টারহেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়ন রেজি. নং-চট্ট:১৪০৫” শ্রমিকদের একটি শক্তিশালী সংগঠন গড়ার প্রত্যয়ে, নতুন নেতৃত্বের বিকল্প নেই। তারই রূপরেখা তৈরি করতে বন্দর থানাধীন গোসাইডাঙ্গা এলাকার বারিক মিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে, কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সাধারণ সভাটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।
রবিবার (২৫ শে ডিসেম্বর) ২০২২ইং তারিখ বিকাল ৩ ঘটিকায় সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি এবং যাচাই-বাছাই কমিটির সদস্য মো. ইদ্রিস কেরানীর সভাপতিত্বে এবং যাচাই-বাছাই কমিটির অন্যতম সদস্য মোজাম্মেল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তরের সহকারী পরিচালক শফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তরের সহকারী পরিচালক খোরশেদুল আলম বলেন, সংগঠনকে আরও মজবুত করতে হলে, সাধারণ শ্রমিকদের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তরের কর্মকর্তা হাসান আসকর বলেন, সকলের ঐক্যমতের ভিত্তিতে, যোগ্য নেতৃত্ব নির্বাচিত করে, সংগঠনের হাতকে শক্তিশালী করার জন্য, সকল নেতৃবৃন্দ ও সদস্যদের প্রতি তিনি বিশেষ ভাবে অনুরোধ জানান।
চট্টগ্রাম কোস্টারহেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়নের আসন্ন দ্বি-বার্ষিক নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার মো. আনোয়ার হোসেন বলেন,আমরা শোষণমুক্ত বৈষম্যহীন জাতি প্রতিষ্ঠার অঙ্গীকার করে মুক্তিযুদ্ধ করলেও স্বাধীনতার পর থেকে যে ধারায় চলতে শুরু করি, তাতে এই অঙ্গীকার অর্থহীন হয়ে পড়ে। সাধারণ শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে নতুন নতুন সংগঠনের প্রয়োজন হয়। সংগঠন ছাড়া ব্যক্তি শক্তিশালী হতে পারে না। সংগঠনের নীতি-আদর্শের পাশাপাশি থাকতে হবে ঐক্যবদ্ধ। আমি আশা করি, শ্রমিকদের বিশ্বস্ততার প্রতীক হিসাবে”চট্টগ্রাম কোস্টারহেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়ন” সেই ঐক্য ইউনিয়নকে শক্তিশালী করার মধ্য দিয়ে অধিকার আদায়ের পথকে সুগম করবে।
এতে আরো উপস্থিত ছিলেন,চট্টগ্রাম কোস্টারহেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়নে আসন্ন দ্বি-বার্ষিক নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ইউনিয়নের সিনিয়র সদস্য মো.এরশাদুর রহমান চৌধুরী। সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্ব সম্মতিক্রমে সহকারি নির্বাচন কমিশনার মো. আলমগীর হোসেন বাহাদুর, মো. ইসমাইল হোসেন ও মিজানুর রহমান। চট্টগ্রাম কোস্টারহেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়নের সিনিয়র সদস্য সরোয়ার আলম, নুরুজ্জামান জনি, অহিদুল আনোয়ার আরমান ও রফিক উল্লাহ প্রমূহ।











