
বশির আলমামুন, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলা পরিষদের ইজারার ৯৭ লাখ ৩৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ইমতেয়াজ নাঈম (৩২) নামের এক সার্ভেয়ারকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) দুপুরে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান সহকারী মো. এজাজ বলেন, অভিযুক্ত ইমতেয়াজ নাঈম ২০১৫ সালের ২ নভেম্বর জেলা পরিষদের যোগদান করেন। চাকরি স্থায়ীর আগে প্রায় ৪ বছর মাস্টার রোলে খণ্ডকালীন সার্ভেয়ার হিসেবে দায়িত্ব পালন করে।
২১ জানুয়ারি জেলা পরিষদ মালিকানাধীন জমির খাজনা আদায়সংশ্লিষ্ট কাগপপত্র পর্যালোচনা করে দেখা যায় সার্ভেয়ার ইমতেয়াজ নাঈম এ পর্যন্ত মোট ২৫টি জমা রশিদ বই সংশ্লিষ্ট শাখা সহকারী থেকে গ্রহণ করেন। নিয়ম অনুযায়ী ইজারার টাকা আদায় করে জেলা পরিষদ সংশ্লিষ্ট ব্যাংকে রাখার, কিন্তু ২৫টি বইয়ের মাধ্যমে আদায়কৃত ৯৭ লাখ ৩৮ হাজার ৭১২ টাকা জমে করেননি। তাই তাকে গত বুধবার পুলিশ ডেকে থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।
এদিকে দুদকের সরকারি কৌঁসুলি (পিপি) কাজী ছনোয়ার আহমেদ লাভলু বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সার্ভেয়ারের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে। যেহেতু এটি দুদকের তফসিলভুক্ত অপরাধ সেহেতু এটি দুদক তদন্ত করবে।’