
মো. শফিকুল ইসলাম, চট্টগ্রাম: চট্টগ্রাম মাইক্রোবাস চালক কল্যাণ সমিতি রেজিঃ নং ২৫৪০/০৩’র দ্বি-বার্ষিক নির্বাচন বুধবার সিএমপি’র পাচঁলাইশ থানা পুলিশের উপস্থিতিতে বিপুল উৎসাহ, উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে নগরীর পাঁচলাইশ থানাধীন কাতালগঞ্জের আহম্মদ মিয়া প্রাইমারি স্কুল লেইন সংলগ্ন সমিতির নিজস্ব কার্যালয়ে নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে ২৪৬ জন ভোটারের মধ্যে ২৩৫ জন তালিকাভুক্ত চালক তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
বুধবার ১৫ই জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পাঁচলাইশ থানাধীন কাতালগঞ্জে সমিতির নিজস্ব কার্যালয়ে ৩টি বুথের মাধ্যমে কোন ধরনের সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
প্রধান নির্বাচন কমিশনারের তথ্য মতে,সভাপতি পদে মো. সাইফুল ইসলাম শাহীন (বাইসাইকেল) প্রতীকে ১৪৬ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুস সালাম (হরিন) প্রতীকে ৮৯ , সহ-সভাপতি পদে মো.লিটন মাতাব্বর (হারিকেন) প্রতীকে ৮৩ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মনির হোসেন (চেয়ার) প্রতীকে ৬৩ , সাধারণ সম্পাদক পদে মো. আলাউদ্দিন (ফুটবল) প্রতীকে ৯৮ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জাহাঙ্গীর আলম (হাতি) প্রতীকে ৮৭, সহ-সাধারণ সম্পাদক পদে মো. দুলাল মিয়া (কাঁঠাল) প্রতীকে ১৬১ এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সাজ্জাদ হোসেন খোকন (বটগাছ) প্রতীকে ৬১, সাংগঠনিক সম্পাদক পদে মো. ফোরকান (মোবাইল) প্রতীকে ৯৭ এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রায়হান (কবুতর) প্রতীকে ৮৩ , অর্থ সম্পাদক পদে মো. আলী (আনারস) প্রতীকে ১১৯ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. খোকন (গোলাপ ফুল) প্রতীকে ৯৭, প্রচার সম্পাদক পদে মো. মোস্তফা কামাল (দোয়াঁত কলম) প্রতীকে ১০২ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. নুর আলম (আম )প্রতীকে ৯৩, দপ্তর সম্পাদক পদে মো. কামাল হোসেন (টেবিল) প্রতীকে ৮৮ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সাখাওয়াত হোসেন (দেয়াল ঘড়ি) প্রতীকে ৭৯ এবং নিবার্হী সদস্য পদে মো. হারুনুর রশিদ (ময়ূর) প্রতীকে ১২৯ ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সোহেল (মোরগ) প্রতীকে ১০৬ ও মো. সুমন মিয়া (গরুর গাড়ি) ১০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন চলাকালে ভোট কেন্দ্র পরিদর্শন করেন,বিএলএফ চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি মো. রবিউল হক শিমুল, হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং ২২৬০’র নব-নির্বাচিত সভাপতি মো. সেলিম মিয়া, সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. সামছুল ইসলাম আরজু, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, যুগ্ন-সম্পাদক মো. আমির হোসেন, মাইক্রোবাস চালক সমিতির প্রধান উপদেষ্টা মো. জসিম উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব পালন করেছেন, সমিতির সিনিয়র সদস্য পিন্টু কুমার দাশ এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন সমিতির সিনিয়র সদস্য জিয়া উদ্দিন রানা এবং প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন সমিতির সিনিয়র সদস্য মো. শওকত আকবর। নির্বাচন শেষে বিজয়ী প্রার্থীরা তাদের সমর্থকদেরকে নিয়ে নগরীর বিভিন্ন সড়কে আনন্দ মিছিল করেন।












