সোমবার, ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

চন্দ্রগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

মো. আলাউদ্দিন, লক্ষ্মীপুর: চন্দ্রগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতিক অনুষ্ঠান। বৃহস্পতিবার সকাল ৯টায় স্কুল মাঠে পিটির মাধ্যমে শুরু হয় কার্যক্রম।

চন্দ্রগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহানাজ সুলতানার সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করেন, চন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফকরুল ইসলাম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমানউল্লাহপুর ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলম সুমন, ইউপি সদস্য নুর হোসেন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আবদুন নুর, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও সিনিয়র সাংবাদিক মো. অহিদ মিয়া, সিনিয়র সাংবাদিক মো. মহসীন, সাংবাদিক মো. ইসমত দ্দোহা, বিশিষ্ট ব্যবসায়ী আবদুস সত্তার, ইমাম হোসেনসহ অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক মো.জাবেদ হোসেন ও সাহানাজ সুলতানা।

আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে শিশু শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টএ অংশগ্রহণ করেন। তুমুল প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠিত হয় প্রতিটি ইভেন্ট। আগত অতিথি, অভিভাবক, শিক্ষার্থী সবাই উপভোগ করেন ক্রীড়া ও সংস্কৃতিক অনুষ্ঠন। আগত অতিথিগণ আলোচনা সভায় আয়োজনের ভূয়সী প্রসংশা করেন। বিশেষ করে বিদ্যালয়ের নিয়মিত এসেম্বলি কার্যক্রম ছিলো অসাধারণ। সকল শিক্ষার্থী খুব সুশৃঙ্খল ভাবে প্রতিটি কার্যক্রমে অংশগ্রহণ করে। আগত অতিথিগণ আরও বলেন, নিয়মিত লেখা পড়ার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতিতে অংশগ্রহণ শিশুদের মেধা বিকাশে সহায়তা করে। খেলাশেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *