বুধবার, ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

চাঁপাইনবাবগঞ্জে নানান আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

আজ ১৪ এপ্রিল ২০২৩ সকাল ০৯:০০ টায় চাঁপাইনবাবগঞ্জ কালেক্টরেট চত্বরে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসক জনাব এ কে এম গালিভ খাঁন এর নেতৃত্বে ‘মঙ্গল শোভাযাত্রা’কে ইতিহাস ও বিশ্বের গুরুত্বপূর্ণ ‘Intangible Cultural Heritage’ এর তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টিকে গুরুত্বারোপ করে একটি প্রাণবন্ত ও উৎসবমুখর বৈশাখী র‍্যালি অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বর্ণিল মঙ্গল শোভযাত্রাটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে বঙ্গবন্ধু মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁওয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবুল কালাম সাহিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মনোয়ারা খাতুন, ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ।
বক্তাগণ প্রত্যাশা ব্যক্ত করে বলেন, এমন একটি দেশ হবে যেখানে মানুষের পেটে ভাত থাকবে, মাছে ভাতে দুধে ভাতে বাঙালি থাকবে, খাদ্যের নিরাপত্তা থাকবে, উন্নত স্মার্ট বাংলাদেশ গঠনে সবাইকে কাজ করার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে জেলা ও উপজেলা প্রশাসন, সরকারি দপ্তরগুলো, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে বর্ষবরণকে স্বাগত জানিয়ে সমবেত কণ্ঠে দলীয় সংগীত পরিবেশন করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *