
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে প্রতিপক্ষের হামলায় জেলা পরিষদ সদস্য আব্দুস সালাম (৪৫) নিহত হয়েছেন। হামলায় আব্দুল মতিন(৪২) নামে একজন স্কুল শিক্ষকও নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার রানিহাটি কলেজের সামনে স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতার সাথে গল্প করার সময় আব্দুস সালামের উপর অর্তকিত হামলার ঘটনা ঘটে। বোমা বিস্ফোরণ ও গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় ঘাতকরা।
এ সময় সালামের সাথে থাকা স্থানীয় আওয়ামী লীগ নেতা ও হরিনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মতিন হাসপাতালে নেয়ার পর মারা যান। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। তারা হলেন- আওয়ামী লীগ কর্মী আব্দুস সালাম টিটু ও আব্দুর রহিম বাদশা। টিটুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, রাত সাড়ে ৮টার দিকে রানিহাটি কলেজের সামনে গুচ্ছ গ্রাম এলাকায় হঠাৎই প্রতিপক্ষের লোকজন বোমা বিস্ফোরণ ও গুলি চালায় জেলা পরিষদ সদস্য আব্দুস সালামের উপর। তিনি ঘটনাস্থলেই মারা যান। এছাড়াও আহত তিনজনকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে, সেখানে স্কুল শিক্ষক আব্দুল মতিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। বর্তমানে ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।