
খাঁন মোঃ আঃ মজিদ, দিনাজপুর: চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বাসিন্দা আন্তজেলা প্রতারক চক্রের হোতা এনামুলকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৬ অক্টোবর) দিবাগত রাতে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা থেকে তাকে আটক করা হয়।
ভুক্তভোগী পার্বতীপুর উপজেলার তেরআনিয়া গ্রামের জনক চন্দ্র সরকারের স্ত্রী রূপসী রানী সরকার অভিযোগ করে বলেন, “সে আমার কাছে চাকরি দেওয়ার কথা বলে টাকা নিয়েছিল, কিন্তু চাকরি দেয়নি। টাকা ফেরত চাইতে বীরগঞ্জে এলে উল্টো আমাকে মারধর করা হয়।”
অভিযোগ সূত্রে জানা যায়, চাকরির প্রলোভন দেখিয়ে রূপসী রানী সরকারের কাছ থেকে টাকা নেয় সিকান্দার আলীর পুত্র এনামুল। দীর্ঘদিন চাকরি না পেয়ে টাকা ফেরত চাইতে ভুক্তভোগী শনিবার বীরগঞ্জের কলেজ পাড়ায় এনামুলের ভাড়া বাসায় গেলে, এনামুল টাকা ফেরত না দিয়ে ধারালো দা নিয়ে হত্যার উদ্দেশ্যে কোপানোর চেষ্টা করে। এসময় তিনি মহিলাকে ধাক্কা দিয়ে শ্লীলতাহানী ঘটায়।
চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে রূপসী রানীকে উদ্ধার করে, এবং এনামুল পালানোর চেষ্টা করলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে আটক করে।
এই ঘটনায় ভুক্তভোগী রূপসী রানী সরকার বীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে ৬৬৩ নম্বর সাধারণ ডায়েরি (জিডি) রেকর্ড করা হয়। অভিযোগের ভিত্তিতে রাতেই পুলিশ অভিযান চালিয়ে প্রতারক এনামুলকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
স্থানীয়রা জানায়, এনামুল দীর্ঘদিন ধরে চাকরি, এনজিও ও বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করে আসছিল।
বীরগঞ্জ থানার ওসি (তদন্ত) বিষয়টি নিশ্চিত করে জানান, “অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত এনামুলকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”