
ম.ব.হোসাইন নাঈম, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলায় পরকোট ইউনিয়ন স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ফেব্রয়ারি) বিকেল ৪টা ইউনিয়নের বাইশসিন্দুর বাজারের পাশের মাঠে ২নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল খায়েরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল ভিপি, পৌরসভা মেয়র ভিপি নিজাম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তাহের ইভু।
আরো বক্তব্য রাখেন পাচগাও ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুণ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মীর হোসেন কিরন, পরকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহার মুন্সি প্রমূখ।
 
				











