বৃহস্পতিবার, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

চাটখিলে ইসলামী ছাত্র আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত

ম.ব.হোসাইন নাঈম, নোয়াখালী প্রতিনিধি: ইসলামী ছাত্র আন্দোলনের নোয়াখালীর চাটখিল থানা সম্মেলন ও সাবেক দায়িত্বশীল সংবর্ধনা অনুষ্টিত হয়।

বৃহস্পতিবার (২৯ডিসেম্বর) দুপুর ২টা চাটখিল অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে ইসলামী ছাত্র আন্দোলন চাটখিল থানা শাখার সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সহপ্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় শুরা সদস্য মুহাম্মদ মিজানুর রহমান আতিকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা (উওর) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সভাপতি এইচ এম মাহমুদুর রহমান। উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ সভাপতি খুরশিদ আলম ত্বালহা, উপজেলা মুজাহিদ কমিটির সদস্য মাওঃ নূরুল ইসলাম, উপজেলা জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওঃ হুমায়ন কবির, উপজেলা ইসলামী যুব আন্দোলনের আহ্বায়ক মাওঃ আব্দুল কাদের, জেলা ছাত্র আন্দোলন (উত্তর) সাবেক সভাপতি মুহাম্মদ কামরুল হাসান জিটু, জেলা ছাত্র আন্দোলন (উত্তর) সাবেক সভাপতি জহিরুল ইসলাম কাউসার, আল-আমিন ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মুহাম্মদ আল আমিন। 

আরো বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলনের উপজেলা সভাপতি হাফেজ সালে আহমেদ, উপজেলা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মাওঃ শামসুল আলম রাজ্জাকপুরী, লক্ষীপুর চন্দ্রগঞ্জ শাখার দায়িত্বশীল মাওঃ শরিফুল ইসলাম রাব্বানী, মাওঃ ফখরুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন আগামী সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দুর হাত ধরে গড়বে।

সম্মেলন শেষে সাবেক ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক ছাত্র নেতাদেরকে সনম্মনা ক্রেস্ট প্রদান করা হয়েছে। এরপরে ২০২৩সালের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাটখিল উপজেলা শাখা কমিটির সভাপতি হাফেজ সাইফ উদ্দিন গাজী, সহ-সভাপতি ফয়সাল হোসেন, সাধারণ সম্পাদক আশিক এলাহী ঘোষণা করা হয়েছে। নবনির্বাচিত কমিটির সদস্যদের কে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর শপথ বাক্য পাঠ করান হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *